শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে রিদুয়ান নামে এক ডাকাতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল ৩টার দিকে টেকনাফের আলীখালী পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক আলী খালী এলাকার কালা চানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা ও আত্মীয়-স্বজন পাহাড়ে গিয়ে লাশ শনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের লাশ উদ্ধার করে।
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে, সে একজন ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।