সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
গতকাল আনুমানিক ১০:০০ থেকে দুপুর ১:০০ টার ভিতরে একটি ফ্ল্যাট বাসায় ঢুকে মোবাইল চুরি সহ মানিব্যাগ নিয়ে যায় কিছু চুরের দল।
সবাই একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সবার কাল একসাথে অফিস খোলা থাকাতে বাসা তালা মেরে সবাই অফিসে চলে যায়। খালি বাসা পেয়ে রুমের দরজার তালা খুলে তিনটি মোবাইল সহ মানিব্যাগ চুরি হয়ে যায়।
বিকেলে অফিস থেকে ফিরে এসে দেখে রুম এলো মেলো। কাপড় রাখার ব্যাগগুলোর চেন খুলা।
তারা ব্যাচালার থাকে দুই রুম নিয়ে।
তাদের রান্না করে দেয় একজন বুয়া। তার কাছে একটি চাবি থাকে। এই ঘটনার স্থলে সেই বুয়া রান্নার কাজ সেরে তার নিজ বাসায় চলে যায়। রাত ১০:০০ টার দিকে সেই বুয়াকে ফোন করে আনা হয় তার সাথে তার মেয়ে, মেয়ে জামাই সহ তার নাতনী কেও আনা হয় কিছু জিজ্ঞেস করার পর তিনি বলেন আমি নেই নাই।
তারপর বাড়িওয়ালাকে এসব ঘটনা জানানোর পর তিনি বলেন আমাদের বাসায় প্রায়ই এসব চুরের ঘটনা ঘটে থাকে।
কিছু দিন আগেও তার বাসায় মোবাইল চুরি করতে গিয়ে এক চুর হাতে নাতে ধরা।পরে। ধরা পরার পর থাকে মেরে দুরে ছেড়ে দেয়।
গতকাল যে ঘটনা ঘটেছে সেটা হলে আশ্চযনক ঘটনা। মোবাইল চুরি করার পর আবার চুরে রুমের দরজা তালা লাগিয়ে চলে যায়।