শাহপরান আরিফ (স্টাফ রিপোর্টার)
রায়পুর পীরে কামেল হযরত বড় মিয়া ছাহেব বাগদাদী রহঃ জামে মসজিদে রমজানের অষ্টম দিনে এতিম ও সাধারণ মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেন রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হায়দার এন্টারপ্রাইজের মালিক মোঃ মুরাদ হোসেন। তার বাবা মা আত্মীয়-স্বজন দেশবাসীর জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করানো হয়। রায়পুর পীর ফজলুল হক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন রায়পুর পীর ফজলুল হক ফাউন্ডেশন ও মসজিদ কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল হক। পরিচালক পীর ফজলুল হক ফাউন্ডেশন।