রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জ যৌতুকের দাবীতে স্ত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের আব্দুল কাদের মুন্সি বাড়িতে। ভুক্তভোগী শাহাদাত হোসেন এর মেয়ে তানহা আক্তার জানান গত প্রায় দুই বছর আগে কেথুড়ী গ্রামের হাওলাদার বাড়ির মরহুম
ইউছুফ আলীর ছেলে রাজু আহম্মদের সাথে আমার পারিবারিক বিবাহ আবদ্ধ হয়েছি। আমার একটা ছেলে রয়েছে।
বিয়ের পর হতে রাজু আহম্মদ আমার উপর পাশবিক নির্যাতন করে আসছে।
আমার উপর দফাদফা যৌতুকের জন্য হামলা করেছেন। আমার মাকেও শাররীকভাবে নির্যাতন করেছেন।
আমাকে বিয়ের আগেও বিয়ের পর রাজু আহম্মদ বিভিন্ন প্রতারণা করেন। প্রতারণা করে একাধিক বিয়ে করেছেন। বিয়ের পর যৌতুকের জন্য পাশবিক নির্যাতন করেন।
বিয়ের পর আমার সুখের চিন্তা করে আমার অভিভাবকগণ রাজু আহম্মদকে তিন লাখ টাকা দিয়েছেন।
টাকা ধার নেওয়ার কয়েকদিন পর বিদেশ যাওয়ার জন্য পুনরায় ৪ লাখ টাকা যৌতুক দাবী করেন। নিদিষ্ট সময়ে টাকা দিতে না পারায় আমাকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন।
আমার নবজাতক শিশু সহ আমার ভরনপোষণ দেয়নি।
ইতিমধ্যে রাজু প্রতারণা করে ঢাকায় আরেকটি বিয়ে করেন।
এ বিষয়ে আমার পরিবারের সদস্যরা সহ প্রতিবাদ করলে সে আমাকে সহ আমার মায়ের উপর শাররীক নির্যাতণ করেন।
আমি রাজু বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী করে গত ১লা জানুয়ারি ২০২৫ইং তারিখে লক্ষ্মীপুর বিজ্ঞ আদালতে নারিও শিশু নির্যাতণ আইনে মামলা করেন।
বর্তমান ওই মামলা তুলে নিতে টেলিফোনে হুমকি দিয়েছেন।
রাজু আহম্মদ জানান তানহা আক্তার আমার অবাদ্য স্ত্রী।
ঠুনকো অজুহাতে আমার উপর চওড়া হয়।
যৌতুকের ঘটনা সত্য নহে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোহাম্মদ আব্দুল জলিল জানান বিজ্ঞ আদালতে মামলা চলমান।মামলার পরবর্তী কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে থানা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে