1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

রামগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জ যৌতুকের দাবীতে স্ত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের আব্দুল কাদের মুন্সি বাড়িতে। ভুক্তভোগী শাহাদাত হোসেন এর মেয়ে তানহা আক্তার জানান গত প্রায় দুই বছর আগে কেথুড়ী গ্রামের হাওলাদার বাড়ির মরহুম

ইউছুফ আলীর ছেলে রাজু আহম্মদের সাথে আমার পারিবারিক বিবাহ আবদ্ধ হয়েছি। আমার একটা ছেলে রয়েছে।

বিয়ের পর হতে রাজু আহম্মদ আমার উপর পাশবিক নির্যাতন করে আসছে।

আমার উপর দফাদফা যৌতুকের জন্য হামলা করেছেন। আমার মাকেও শাররীকভাবে নির্যাতন করেছেন।

আমাকে বিয়ের আগেও বিয়ের পর রাজু আহম্মদ বিভিন্ন প্রতারণা করেন। প্রতারণা করে একাধিক বিয়ে করেছেন। বিয়ের পর যৌতুকের জন্য পাশবিক নির্যাতন করেন।

বিয়ের পর আমার সুখের চিন্তা করে আমার অভিভাবকগণ রাজু আহম্মদকে তিন লাখ টাকা দিয়েছেন।

টাকা ধার নেওয়ার কয়েকদিন পর বিদেশ যাওয়ার জন্য পুনরায় ৪ লাখ টাকা যৌতুক দাবী করেন। নিদিষ্ট সময়ে টাকা দিতে না পারায় আমাকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন।

আমার নবজাতক শিশু সহ আমার ভরনপোষণ দেয়নি।

ইতিমধ্যে রাজু প্রতারণা করে ঢাকায় আরেকটি বিয়ে করেন।

এ বিষয়ে আমার পরিবারের সদস্যরা সহ প্রতিবাদ করলে সে আমাকে সহ আমার মায়ের উপর শাররীক নির্যাতণ করেন।

আমি রাজু বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী করে গত ১লা জানুয়ারি ২০২৫ইং তারিখে লক্ষ্মীপুর বিজ্ঞ আদালতে নারিও শিশু নির্যাতণ আইনে মামলা করেন।

বর্তমান ওই মামলা তুলে নিতে টেলিফোনে হুমকি দিয়েছেন।

রাজু আহম্মদ জানান তানহা আক্তার আমার অবাদ্য স্ত্রী।

ঠুনকো অজুহাতে আমার উপর চওড়া হয়।

যৌতুকের ঘটনা সত্য নহে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোহাম্মদ আব্দুল জলিল জানান বিজ্ঞ আদালতে মামলা চলমান।মামলার পরবর্তী কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে থানা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট