1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুন্সীগঞ্জে মাঠা খেতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী  মীরসরাই কমলদহ মহাসড়ক পার হতে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত গফরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা করা হয় শ্রীপুরে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন দীঘিনালায় বিনামূল্যে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কক্সবাজারে ৫০০শয্যার মেডিকেল কলেজ অনুমোদন তদবিরের কথা জানাল বিএনপির নেতা নান্দাইল মডেল থানার নিয়মিত মামলায় গ্রেফতার ৫ শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন  রৌমারীতে মৃত প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিক অনুদান   দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শপথ গ্রহণের বিক্ষোভ কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ

বিশ্ব‌বিদ‌্যালয়ে ভর্তির সু‌যোগ পে‌য়েও দু‌শ্চিন্তায় অ‌লি

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধিঃ নয়ন ফারাজি.
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধিঃ নয়ন ফারাজি.

ঠিকভা‌বে তিন বেলা খে‌তে পা‌রি‌নি। পড়া‌লেখার খরচ ছিল না। স‌্যাররা ফ্রি প্রাইভেট পড়াইছেন, বসুন্ধরা গ্রু‌পের উপবৃ‌ত্তির মাধ‌্যমে উচ্চ মাধ‌্যমিক পাস করে‌ছি।  আল্লাহর রহম‌তে ক‌া‌ঙ্ক্ষিত স্বপ্ন পূরণ কর‌তে পে‌রে‌ছি। আমার বাবা-মাসহ স‌্যা‌ররা অ‌নেক খু‌শি।

কথাগু‌লো ব‌লে‌ছি‌লেন, অদম‌্য মেধাবী আল আমিন অ‌লি হো‌সেন। তি‌নি ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বি-ইউনিট (কলা, আইন ও সামা‌জিক বিজ্ঞান) ভ‌র্তির সু‌যোগ পে‌য়ে‌ছেন। তার প্রাপ্ত নম্বর- ৭৯.২৫।

এই শিক্ষার্থীর বা‌ড়ি কু‌ড়িগ্রা‌মের উলিপুর পৌরসভার হায়াৎখাঁন এলাকায়। তি‌নি জহুরুল হক-কল্পনা দম্প‌তির ছে‌লে। বাবা জহুরুল হক (৫২) একজন রিকশাচালক, মা কল্পনা বেগম (৪২) স্থানীয় এক‌টি কারুপ‌ণ্যের শ্রমিক। শত কষ্ট আর দা‌রিদ্রতা‌কে হার মা‌নি‌য়ে সন্তা‌নের এমন সফলতায় উচ্ছ্ব‌সিত এই দম্প‌তি।

২০২৪ সা‌লের এইচএস‌সি পরীক্ষার ফলাফ‌লে উলিপুর সরকা‌রি ক‌লেজ থে‌কে মান‌বিক শাখায় জি‌পিএ-৫ পে‌য়ে‌ছেন আল আমিন হো‌সেন অ‌লি। এর আগে ২০২২ সা‌লে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড ক‌লেজ থে‌কে এসএস‌সি পরীক্ষার ফলাফ‌লে জি‌পিএ-৫ পান। প‌রে তা‌কে উচ্চমাধ‌্যমিক পর্যা‌য়ে লেখাপড়ার জন‌্য দে‌শের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ শিক্ষা বৃ‌ত্তি প্রদান ক‌রে।

আল আমিন হো‌সেনের বাবা জহুরুল হক জানান, ‘অ‌নেক কষ্ট ক‌রে ছাওয়াটা‌কে (ছেলেকে) পড়াইছি। এর ম‌ধ্যে বি‌ভিন্ন সাহায‌্য সহ‌যো‌গিতাও পে‌য়ে‌ছি। এখন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে চান্স পে‌য়ে‌ছে। খুবই খু‌শি হ‌য়ে‌ছি।’ তি‌নি আরো ব‌লেন, আমি গরীর মানুষ নুন আন‌তে পান্তা ফুরা‌য়। জ‌মিজমা বল‌তে দুই শতক বসতবা‌ড়ি। ১৫ বছর বাদাম বি‌ক্রি ক‌রে‌ছি। গ্রা‌মে ফে‌রি ক‌রে‌ দুই মে‌য়ে‌কে বি‌য়ে দি‌য়ে‌ছি। দীর্ঘ ২৫ বছর ধ‌রে রিকশা চা‌লাই। এখন বয়স হ‌য়ে‌ছে ঠিকম‌তো চলা‌ফেরা কর‌তে পা‌রি না। ঋণ ক‌রে ব‌্যা‌টা‌রিচা‌লিত এক‌টি রিকশা বা‌নি‌য়ে‌ছি। সে‌টিও পুরাতন হ‌য়ে‌ছে। ওটা দি‌য়েই কোনরকম আয়‌ রোজগার ক‌রি। তা‌ দি‌য়ে টে‌নেটু‌নে সংসার চ‌লে।

জহুরুল হ‌কের স্ত্রী কল্পনা বেগম ব‌লেন, ‘ছয় মাস বয়সী কো‌লের সন্তান রে‌খে কারুপণ‌্যে যাই। তখন থে‌কেই কারুপ‌ণ্যে কাজ ক‌রি। বসুন্ধরা গ্রুপ আমার ছে‌লেটাকে শিক্ষা বৃ‌ত্তি দি‌য়ে‌ছিল। এটা দি‌য়ে আইএ (এইচএস‌সি) পর্যন্ত লেখাপড়া কর‌তে পে‌রে‌ছে। এখন ঢাকা বিশ্ববিদ‌্যাল‌য়ে চান্স পে‌য়েছে। ভ‌র্তি হ‌তে না‌কি অ‌নেক টাকা লাগ‌বে। তাছাড়া ঢাকায় পড়‌তে অ‌নেক টাকা খরচ হ‌বে, কিভা‌বে কি হ‌বে কিছু বুঝ‌তে‌ছি না। আল্লাহর রহমত ছাড়া কো‌নো উপায় নেই।’

আল আমিন অ‌লি হো‌সেন ব‌লেন, ‘এইচএস‌সি পাস করার পর বসুন্ধরা গ্রুপ থে‌কে শিক্ষাবৃত্তি বন্ধ হ‌য়ে গে‌লে হতাশায় প‌ড়ে যাই। ম‌নে হ‌য়ে‌ছিল আর পড়া‌শোনা কর‌তে পারব না। প‌রে ক‌লে‌জের খায়রুল ইসলাম স‌্যা‌রের সহ‌যো‌গিতায় বিনামূ‌ল্যে ভ‌র্তি কো‌চিং ক‌রলেও ঢাকায় পরীক্ষা দি‌তে যাওয়ার টাকাও ছিল না। আল্লাহর রহমতে বি-ইউনিটে ভ‌র্তির সু‌যোগ পে‌য়ে‌ছি, এখনতো আরো অ‌নেক টাকা লাগ‌বে।’

উলিপুর সরকা‌রি ক‌লে‌জের প্রভাষক খায়রুল ইসলাম ব‌লেন, যাদের বা‌হি‌রে গি‌য়ে ভ‌র্তি কো‌চিং করার ম‌তো সাধ‌্য নেই। তা‌দের‌কে ‘স্বপ্নপূরণ’ অ‌্যাড‌মিশন অ‌্যান্ড একা‌ডে‌মিক কেয়া‌রের মাধ‌্যমে ভ‌র্তি কো‌চিং করা‌নো হয়। আলামিন হোসেন অ‌লিও এই কো‌চিং এর একজন শিক্ষার্থী। সে অত্যন্ত মেধাবী, বিনয়ী, ভদ্র এবং সম্ভাবনময় ছাত্র। বাবা-মা দরিদ্র হওয়ায় তার পক্ষে শিক্ষার ব্যয় ভার বহন করা খুবই কষ্টকর । তা‌কে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুত করতে বিনামূল্যে সহায়তা করেছি। অলি হোসেন দেখিয়ে দিয়েছে ঠিক দিকনির্দেশনা পেলে গ্রাম থেকেও বিশ্ববিদ্যালয় ভর্তিতে চান্স পাওয়া যায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট