রাজাবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় ৯২২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে পাংশা পৌর শহরের রেল ষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ জাকির সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার (৩৩) ও নারায়নপুর গ্রামের মৃত কেসমত আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৫)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শনিবার সেহরির সময় পাংশা রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।