সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায় টিম ডিবি (দক্ষিণ) ০৬/০৩/২০২৫ খ্রিস্টাব্দ দক্ষিণ কেরানীগন্জ থানাধীন হাসনাবাদ, খেজুরবাগ ও কাজীরগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি ১।ইমরান হোসেন (২৪), পিতা- মোঃ খলিল, মাতা- নারগিস বেগম, সাং-ঠাকুরহাটি, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ, এপি সাং- হাসনাবাদ, ( বসুন্ধরা রুমা জুমা সেন্টার সামনে নুরজাহানের বাসার ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ
জেলা- ঢাকাকে ৪২(বিয়াল্লিশ)গ্রাম হেরোইনসহ, ২। রাজন মজুমদার (৪০), পিতা- মৃতঃ রাধারঞ্জন মজুমদার, মাতা- মৃতঃ আলো মজুমদার, সাং-খেজুরবাগ মন্দির, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকাকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এবং ৩। মেহেদী হাসান সম্রাট (৪০), পিতা- মৃত: মোক্তার হোসেন মুকুল, মাতা- মৃতঃ হাসি বেগম, সাং-দক্ষিণ পানগাঁও, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বর্ণিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।