নিজস্ব প্রতিবেদক,রাউজান চট্রগ্রাম
রাউজান উপজেলার প্রাচীনতম বৌদ্ধ বিহার ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবীর প্রতিষ্ঠিত পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর অধ্যক্ষ প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের ১৭ তম প্রয়ান দিবস উপলক্ষে ” অষ্টপরিষ্কার দান ও সংঘদান ” এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
পরিবারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ- উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের।
আজ শুক্রবার পূন্যময় অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন করার প্রয়াসে পরিবারের পক্ষ হতে প্রয়াত ভান্তের ভক্তবৃন্দদের সবিনয়ে অনুরোধ জানিয়েছেন।
এই ধর্ম অনুষ্ঠানে অনেক পন্ডিত প্রবর বৌদ্ধ ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।