1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

ফারহানা তিথির অভিযোগ নিজ দলেরই কুচক্রী মহল তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংসে উঠে পড়ে লেগেছে

বরিশাল ব্যুরো চিফ
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো চিফ

তিথি বলেন আজ ফেইজবুকে তে আমার বিগত ছয় বছর আগের চাকুরী প্রতিস্ঠানের ছবি যা আমাকে সাবেক মেয়র সাদিক আব্দুল্লা ক্যাডার বাহিনি ও ফ্যাসিস্টরা হুমকী, থ্রেট দিয়ে এই ছবি তুলছিলো। একটি কলেজের আভ্যন্তরীন ছবি সেটা দিয়ে কে বা কাহারা আমার রাজনৈতিক ক্যারিয়ার খুন্ন করার জন্য পোস্ট করেছেন। এই ছবিটির ব্যাখা আমি সকলের সামনে তুলে ধরলাম।।

 

নিজ দলের একটি প্রতিহিংসাপরায়ন কুচক্রীমহল আমার রাজনৈতিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে বারে বারে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেস্টায় লিপ্ত আছেন। এরা নারী হয়ে ও মহিলাদের টাকার অফার দিয়ে রাজপথে আমার শাড়ী খুলে দেওয়ার ষড়যন্ত্র করে ও ব্যর্থ হয়েছেন। তার প্রমানও আমার কাছে আছে।

বিগত ছয় বছর আগে আমার চাকুরী প্রতিস্ঠানে সেদিন ফ্যাসিস্ট শিক্ষকরা আমন্ত্রন করে একজন সরকারের মেয়রকে অফিসিয়াল ভিজিটে নিয়ে আসেন। আর তখন আমি কলজের শিক্ষক প্রতিনিধি ছিলাম তাই চাকুরী রক্ষার শর্ত ও হুমকী দিয়ে সেদিন আওমীপন্হী দুস্ট প্রিন্সিপ্যাল স্বৈরাচারী কায়দায় কঠিন আদেশ দিয়ে আমাকে ও আমাদের বিএনপি পন্হী

শিক্ষকদের ও তাকে ফুল দিতে বাধ্য করেছিলেন।হুককী দিয়ে তখন আমাদের সামনে দাড়ানো ছিলো আওমিলীগের টুটুল, গ্যাস্টিক বাবু,বাচ্চু তালুকদারসহ বড় বড় ক্যাডাররা। এবং তারা ছবি তুলে তা সংগ্রহে রাখেন। এটা কলেজের অফিসিয়াল আভ্যন্তরীন ছবি।

 

ছয় বছর পরে এখন ফ্যাসিস্ট শিক্ষকরা ও বিএনপির নামের দালালরা একএে সেই ছবি ইডিট করে কলেজ অধ্যক্ষর রুমের ছবিটির একাংশ বাদ দিয়ে শুধু আমার অংশটুকু এফ বি তে দেওয়া হয়। বিএনপি নামধারী নোংরা মানুষ যারা ফেইজবুক ও বিভিন্ন ম্যাসেঞ্জার, ও ওয়াটএ্যাপে এগুলো পাঠাচ্ছেন সেই নোংরা মানুসিকতার ব্যক্তিদের তাদের চিহ্নিত করুন । তাদের কর্ম, পরিবার, জীবন যাপনের, শিক্ষার ইতিহাস খুজে দেখার অনুরোধ রইলো।তারা রাজপথের কেউ নন। আমার কলেজে আমার উপর নির্যাতনকারী কলেজের আওয়ামীপন্হী ফ্যাসিস্ট শিক্ষক মনির, মারিয়া ও সুজষ এরা আমার নিজ দলের ষড়যন্ত্রকারীদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরিন ছবি প্রদান করেন।এরা দুপক্ষ সখ্যতা করেই আগে এবং এখনও ফুটেজ নিয়ে একযোগে গভীর ষড়যন্ত্র করছে ।তবে নিজ দলের মুখশধারী বিএনপি নামধারী প্রতিহিংসাপরায়ন ষড়যন্ত্রকারীরা রাজপথের তাদের নিজেদের দুঃসময়ের একটা ফুটেজও এরা দেখাতে পারবে না। বরং এরা দলের মুখোশ পড়া দলের অনেক বড় শত্রু।

আমি নিজের রুটি রুজী বাজী রেখে রাজপথে কাজ করা জিয়ার আদর্শের সৎ সৈনিক। একজন শিক্ষিকা মায়ের আদর্শের সন্তান, নিজে একজন শিক্ষিকা ও রাজনীতিবিদ।আমার পরিবার উচ্চ শিক্ষিত, বনেদী পরিবার এবং খাটি বিএনপি পরিবার। দলের প্রতি রয়েছে আমার শতভাগ আনুগত্য। আমি দলের জন্য রাজপথে কাজ করতে গিয়ে এই চাকুরী প্রতিষ্ঠান থেকেই তিনটি শোকজ পেয়েছিলাম। অনেক অপমান অপদস্ত বঞ্চনার স্বীকার হতে হয়েছে এবং কি যৌন হয়রানীর শিকার ও হতে হয়েছে । রাজপথে আমার সরকার বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে প্রায়ই এই শত্রুরাই সাংবাদিকদের টাকা খাইয়ে নিউজ করাতো, আমার চাকুরীটা খাওয়ানোর জন্য । পরিবারসহ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ১৬ বছরে আমার স্বামীর চাকুরীতে কোনো প্রমোশন হয়নি। ২৮ অক্টোবর রাত নয়টা পর্যন্ত পল্টনে অবরুদ্ধ ছিলাম। তিনমাস একজন নারী হয়ে নিজ এলাকায় থাকতে পারিনি অথচ আত্মগপনে থাকলে ও দিনে এসে আবার সকল কর্মসূচীতে রাজপথে বিক্ষোভ সমাবেশ করেছি । জুলাই আগষ্টের ছাএআন্দোলনের সময় জুলাই ১৬,১৭ তারিখে ঢাকায় এবং বরিশাল ১৮,১৯, ও আগস্ট ৩,৪,৫ তারিখে বরিশালে নেতৃত্ব দিয়েছি। কারফিউ, গুলি করা হবে জেনেও বি এম কলেজ থেকে ছাএদের নিয়ে মিছিল করে বরিশাল নতুল্লাবাদ মুল সড়ক সকাল নয়টায় অবরুদ্ধ করে সন্ধায় ঘরে ফিরেছি। দলের দুঃসময়ে ঢাকা বরিশাল এমন কোনো কর্মসূচি নেই যেখানে আমি ছিলাম না। তার সকল ফুটেজ আপনারা ফেইজবুকে দেখেছেন। প্রমান সহ আমার কাছে ও অনেক প্রমান আছে। তিনি আরো বলেন আমার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করছেন। আমাকে তারা বিভিন্ন সময় কি প্রস্তাবও দিয়ে আসছেন। তাই আমি আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাই কমান্ড তারেক রহমানের কাছে এই বিচার রাখলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট