কেন্দ্রীয় যুবদলের অংশ হিসেবে ১০ নং রায়পুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে ইফতার পার্টি ও মিষ্টি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য ১০ নং রায়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী কামাল হোসেন বাবু নেতৃত্বে ইফতার পার্টি ও মিষ্টি বিতরণ সম্পূর্ণ হয়। উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। যুবদলকে সু সংগঠিত করার লক্ষ্যে এ ধারা অব্যাহত রাখবে উপজেলা যুবদল। এ সময় স্থানীয় লোকজন সহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিগত ০১/০৩/২০২৫ইং তারিখে রায়পুর উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট আকবর হোসেন আরমান ও যুগ্ম আহবায়ক আকবর হোসেন সম্রাট এবং সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী কে নির্বাচিত করেন। অন্যদিকে পৌর যুবদলের আহবায়ক নুর হেলাল মামুন যুগ্ম-আবায়ক নবী উল্লাহ রুবেল ও সদস্য সচিব জাকির হোসেন কে দিয়ে কমিটি গঠন করে জেলা যুবদল।