কুড়িগ্রামে রৌমারীতে ১৪৩ বোতল বিদেশি মদসহ শাকিল আহমেদ ( ২৫) নামের এক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বারবান্ধা এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান করে ১৪৩ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ১:২০ মি: উপজেলার উত্তর বারবান্ধা এলাকা নিজ বাড়িতে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাম শাকিল আহমেদ (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উত্তর বারবান্ধ বাসিন্দা আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার উত্তর বারবান্ধ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শাকিল আহমেদ কে গ্রেপ্তার করি। অভিযানে নেতৃত্ব দেন ওসি লুৎফর রহমান ও তার সঙ্গীনী ফোর্চ। পরে আসামিকে মাদক সহ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ লুৎফর রহমান, তিনি বলেন ১৪৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করি। আসামিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আগামীকাল ৫ মার্চ বুধবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।