গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৫ জন এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ৩৩ জনসহ সর্বমোট ৩৮ জন গ্রেফতার করা হয় এবং মাদক উদ্ধার অভিযানে ৩ কেজি গাজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানা পুলিশ কতৃক থানাধীন পৌর কবরস্থানের সামনে হতে ৩ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী সাদিয়া আক্তার জুই, গ্রাম- পাঁচদোনা, থানা- মাধবদী, জেলা -নরসিংদীকে গ্রেফতার করা হয়।
তাছাড়া, ডিবি, নরসিংদী কর্তৃক নরসিংদী মডেল থানাধীন রজনীগন্ধা চত্বর এলাকা হতে ৫০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে এবং রায়পুরা থানাধীন চরসুবুদ্ধি এলাকা হতে ৩০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ১. জুয়েল আহমেদ (৪২), পিতা-মৃত কবির আহমেদ, সাং- সাহেপ্রতাব কামারপাড়া, ২. মো খোকন মিয়া(৩২), পিতা-মো ইয়াকুব মিয়া, সাং-ব্রাহ্মণপাড়া,
এ/পি সাটির পাড়া, উভয় থানা-নরসিংদী সদর, জেলা নরসিংদী, ৩। মকবুল হোসেন মুকবুল মগুল (৪৭), পিতা-আঃ মান্নান ,সাং-চরসুবুদ্ধি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।