ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারে দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিবিরহাট বাজারে মুদির দোকান, কাঁচা বাজার ও ফলের দোকান দ্রবমূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে এক দোকানদারকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন ২০০৯ এরব ৩৮ ধারায়
৫০০০ (পাচঁ হাজার) টাকা জরিমানা করা হয় এবং বাজারে যত্রতত্র পারকিং করার কারণে যানবাহন আইনে ২টি মোটরসাইকেল মালিককে ২০০০ টাকা জরিমানা করা হয়।
পরে নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বিভিন্ন মুদির দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন এতে দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন না করায় অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ ও ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় পাঁচ দোকানদারকে ২হাজার টাকা করে মোট ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান।