নিজস্ব প্রতিবেদক,
বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বাদে আসর গহিরা স্কুল মাঠে তাহার নামাজে জানাজা শেষে গহিরাস্থ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে সমাধিত করার পর সন্ধ্যায় এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল আল নোমানের সুযোগ্য সন্তান সায়েদ আল নোমান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সহ সভাপতি মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক শহিদ চৌধুরী, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজান সাহিল, উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তছলিম উদ্দিন ইমন, পৌরসভা যুবদল নেতা নিজাম উদ্দিন, যুবদল নেতা রকি, রাজু, ফোরকান, রাশেদ, হাফিজ, আলমগীর, ছাত্রনেতা মঈনুল ইসলাম পিঙ্কু, জাসেদ চৌধুরী সহ অনেকে।