মোঃ রিফাত ইসলাম মৃধা,মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায়
ইটালিতে বাংলাদেশ থেকে অবৈধ পথে মানব পাচার সিন্ডিকেট প্রধান ও তার দুই মহিলা সহযোগী শিবচর থানা পুলিশের জালে আটক।
১. আলমাছ মাতুব্বর( ৩৬)পিতার নাম: মৃত আবুল কালাম মাতুব্বর , ঠিকানা: বর্তমান: গ্রাম- সূর্যনগর (সূয্যনগর(সোহাগের বাড়ীর ভাড়াটিয়া)) , উপজেলা/থানা- শিবচর, জেলা -মাদারীপুর, বাংলাদেশ:স্থায়ী: গ্রাম- রায়নগর, উপজেলা/থানা- ভাংগা, জেলা -ফরিদপুর, বাংলাদেশ
২. জেসমিন আক্তার( ৩০) স্বামী-আলমাছ মাতুব্বর ঠিকানা: বর্তমান: গ্রাম- সূর্যনগর (সূয্যনগর(সোহাগের বাড়ীর ভাড়াটিয়া)) , উপজেলা/থানা- শিবচর, জেলা -মাদারীপুর, বাংলাদেশ:স্থায়ী: গ্রাম- রায়নগর, উপজেলা/থানা- ভাংগা, জেলা -ফরিদপুর, বাংলাদেশ
৩. রেবা আক্তার( ২৫)
পিতার নাম: মৃত আবুল কালাম মাতুব্বর
ঠিকানা: স্থায়ী: গ্রাম- রায়নগর, উপজেলা/থানা- ভাংগা, জেলা -ফরিদপুর,
শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন দীর্ঘদিন যাবত এই সিন্ডিকেট মানুষের থেকে ইতালিতে পাঠানোর কথা বলে টাকা নিয়ে লিবিয়া পাঠিয়ে থাকে পরবর্তীতে ইতালির গেম দেওয়া দেওয়ার কথা বলে আরো টাকা পয়সা নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয় বলে অনেক অভিযোগ আছে, আমাদের শিবচর থানার অফিসার গোপনে অনেক দিন যাবত অকাল পরিশ্রম করে এদেরকে জালে জড়িয়ে আটক করতে সক্ষম হয়েছে।।