প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনায় আজ পহেলা রমজান থেকে শুরু হয়েছে বামনা প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী পবিত্র কুরআন শিক্ষার বিশেষ কার্যক্রম এ উদ্যোগের মাধ্যমে এলাকার শিশুসহ বিভিন্ন বয়সের মানুষকে বিনামূল্যে কুরআন শিক্ষা দেওয়া হবে।
প্রবাসে থাকা ফাউন্ডেশন পরিচালা পরিশোধ এর সদস্যরা জানিয়েছে, বামনা উপজেলার চারটি ইউনিয়নে মোট পাঁচ টি কুরআন শিক্ষা কোর্স চালু হয়েছে। রমজানের প্রথম দিন থেকেই এই কোর্সের কার্যক্রম শুরু হয়েছে চলবে পুরো রমজান মাসব্যাপী
প্রবাসী থাকা বেশকিছু উদ্যোমী তরুণের প্রচেষ্টায় বামনা উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে ২০২৪ এ প্রতিষ্ঠিত হয় "বামনা প্রবাসী ফাউন্ডেশন"। তারই ধারাবাহিকতায় তাদের এই কুরআন শিক্ষার কার্যক্রমের আয়োজন। তাদের কুরআন শিক্ষার এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে শিশু-কিশোর ও সাধারণ মুসল্লিদের জন্য কুরআন শিক্ষার সুযোগ করে দেওয়া। বিশেষ করে, যারা কুরআন পড়তে পারেন না বা শুদ্ধভাবে পড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
এ বিষয়ে ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমাদের লক্ষ্য শুধু কুরআন শিক্ষা নয়, বরং সমাজে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। কুরআন শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
বামনা উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এলাকার এক বাসিন্দারা বলেন, বিনামূল্যে কুরআন শিক্ষার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। রমজান মাসের বরকতকে কাজে লাগিয়ে আমরা এবং আমাদের সন্তানরা কুরআন শিক্ষার সুযোগ পাবো, যা আমাদের জন্য অনেক উপকারী হবে।"
বামনা প্রবাসী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে, যাতে এলাকার মানুষ উপকৃত হতে পারেন।এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা সার্বিক তত্ত্বাবধানে থাকবেন:বামনা সদর ইউনিয়ন (দুটো প্রোগ্রাম) মাওলানা হাফেজ মোহাম্মদ আনিছুল হক। ইমাম ও খতিব,বামনা সদর কেন্দ্রীয় জামে মসজিদ। মোবাইল: +8801775-281736
২য় সোনাখালী বাজার মৌলভী মোহাম্মদ আবুল বাশার। ইমাম সোনাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।মোবাইল: +8801713-955442ডেয়ালতলা ইউনিয়ন হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ইমাম ও খতিব,ডৌয়াতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মোবাইল: +8801729-324236🔹রামনা ইউনিয়ন মাওলানা মোহাম্মদ আবু- সালেহ্।ইমাম,রমনা লঞ্চঘাট আ: আজিজ সিকদার বাড়ি জামে মসজিদ। মোবাইল: +8801739-007656 🔹বুকাবুনিয়া ইউনিয়ন
মোঃ মিজানুর রহমান। মোবাইল: +8801858-646628 মিয়ার বাজার জামে মসজিদ বুকাবুনিয়া,বামনা।