মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি :
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (০২ মার্চ) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফটিকছড়ি উপজেলা কার্যালয় চত্বর থেকে রালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী,সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে বলেন জাতীয় ভোটার দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। সবার ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনব্যবস্থায় বেশ কিছু ক্ষেত্রে সংস্কার আনতে হবে। ইতিমধ্যে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সরকারকে প্রতিবেদন দিয়েছে। সে সংস্কার প্রস্তাবের আলোকে পদক্ষেপ নিতে হবে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ,উক্ত জাতীয় ভোটার দিবসের আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবী ব্যাক্তিবর্গ প্রমূখ।