মোঃ ইমন মিয়া গাইবান্ধা প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু…। আর এ কথার উপর ভিত্তি করে মানবতার কল্যাণ ফাউন্ডেশন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ীর চৌমাথা মোড়ে এই রমজানকে সামনে রেখে ২ মার্চ রবিবার দুপুরে ব্যতিক্রমী এই আয়োজনে কার্যক্রম শুরু করা হয়েছে।
মানবতার ঝুড়িতে মানুষ স্ব ইচ্ছায় কিছু খাবার দান করবেন,যেমন ফল থেকে শুরু করে সকল ধরনের খাবার। আজ ৮টি ঝুড়ি বসানো হয় মানুষ ইতিমধ্যেই এই ঝুড়িতে দান করা শুরু করেছেন,তেমনি ক্ষুধার্ত দরিদ্র রোজাদার মানুষ পথচারী ইচ্ছে করলেই নিজ দায়িত্বে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন।
এলাকার সুধী মহল ইতিমধ্যেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সকলকে এই মানবতার ঝুড়িতে মানুষের জন্য দান করতে সকলকে আহবান জানান। মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা জানান,এভাবে পর্যায়ক্রমে মানবতার ঝুড়ির সংখ্যা আরও বাড়ানো হবে।