এস আই হাবিব
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (০২ মার্চ) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পলাশবাড়ী উপজেলা কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডল,নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, পলাশবাড়ী অফিসার্স ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভুট্টো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা, মোঃ আব্দুস সামাদ মন্ডল,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম আব্দুর রাজ্জাক, আসলাম আলী , সাংবাদিক মোঃ আরিফ উদ্দিন ও এস আই হাবিব,সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে বলেন জাতীয় ভোটার দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। সবার ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনব্যবস্থায় বেশ কিছু ক্ষেত্রে সংস্কার আনতে হবে। ইতিমধ্যে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সরকারকে প্রতিবেদন দিয়েছে। সে সংস্কার প্রস্তাবের আলোকে পদক্ষেপ নিতে হবে। উক্ত জাতীয় ভোটার দিবসের আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবী ব্যাক্তিবর্গ।