মোঃ রাছেল বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী আতাউর রহমান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করেন, কমান্ডারের দায়িত্বে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন । পরিচালনায় (এস আই ) মিলটন এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা কাজী আতাউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়।১৯৭১ সালে দেশ রক্ষায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন কাজী আতাউর রহমান । যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাজ থেকে দেশকে মুক্ত করতে বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করে (তৎকালীন সময়ে) অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন সহযোগী ফিল কমান্ডার এবং সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মন্টু হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মকবুল হোসেন সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।