ক্রাইম রিপোর্টার।
সরজমিনে গিয়ে যানা যায়, ইসমাইল প্রধান গং নরসিংদীর বেলাব উপজেলার ,চিহ্নিত তালিকা ভূক্তঃ ডাকাতি,মাদক ব্যবসায়ী, সেবনকারী, সন্ত্রাসী , চাঁদাবাজি,ভূমিদস্যু,খুন সহ । অসংখ্য মামলার আসামি ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে অভিযুক্ত। একই গ্ৰামের বাসিন্দা (কাঙ্গালিয়া) নিবাসি মৃত্যুঃ-মোঃ কালাম
মিয়ার, ১। খুনের আসামি,২। মোঃ মনা মিয়ার জমি দখল কারী,৩।নরেশ সূত্রধর এর জমি দখল কারী।৪।গাফর মোল্লার জমি দখল কারী।৫।ইউনুস মিয়ার জমি দখল কারী।৬। পরেশ সূত্রধরের জমি দখল কারি ।৭।শ্বশধর বাবুর মার্কেট দখলকারী, জাল দলিল ও নামে বেনামে ভূয়া কাগজ দেখিয়ে ।তৎকালীন মন্ত্রীর ছেলের দাপটে সন্ত্রাসী বাহিনী নিয়ে উচ্ছেদ করতে যায় । ইসমাইল প্রধান গং , প্রত্যক্ষদর্শীরা জানায় নাম (প্রকাশে অনিচ্ছুক) ঐ সময় ছিল আওয়ামী লীগ, এখন দেখা যায়
জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সাথে বীরদর্পে ঘুরে বেড়ায়।ইসমাইল প্রধানের গংদের নেতৃত্বে নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় মদের আস্তানা (মুচি,মেথর বাড়ীতে) চলমান আছে । জুয়ার আসর চালায় বাজারের আশেপাশের এলাকায় । তথ্য সূত্রে যানা যায়, স্বৈরশাসক আওয়ামী লীগের দুঃশাসনের সময় থেকে ।রাজনৈতিক দলের নেতাদের যোগসাজসে ।জিরো থেকে হিরো হয়েছেন
ইসমাইল প্রধান গং পিতা মৃতঃ ছুরুত আলি প্রধান সাংঃ-কাঙ্গালিয়া। থানাঃ- বেলাব, জেলাঃ-নরসিংদী । মোবাইল ফোনে ও যোগাযোগ করা যায়নি। বেলাব ও নারায়ণপুর, বাজারের উপস্থিত দোকানদার গণ ও জনগন এলাকা বাসী মনে করে । দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।