লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধি মোঃ নূর নবী সোহেল,
রামগঞ্জ উপজেলায়,কাঞ্চনপুর ইউনিয়ন পশ্চিম কালিডাঙ্গা খাটারি বাড়ি, বাদি মোঃ ইমরান হোসেন, পিতা,মনুহার হোসেন,এরা বাবা,ছেলে, দুই জনে,দীর্ঘদিন যাবত আমার বসতঘরের সাথে গরুর ঘর কোরিয়া বজ্র ময়না পেলিয়া পরিবেশ দূষণ করতেছে। এ ব্যাপারে আমি, রামগঞ্জ নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করে ছিলাম। তখন চেয়ারম্যানের দপ্তরে দিয়ে থাকে। তাদের বিচার কেউ তারা অমান্য কোরিয়া চলিতেছে। আমি কিছু বলিনি হুমকি-ধমকি দিয়ে থাকে। পরিবেশ দূষণের কারণে আমার বাচ্চাদের রোগ বালাই হয়ে থাকে। এই ব্যাপারে কোন জায়গায় আমি সুফল পাইতেছি না।আমি কিছু বলিলে,আমাকে মারতে আসে।আমি রাবেয়া বেঘম,যেন প্রশাসনের দপ্তরে একটা সুফল পাওয়ার আশাবাদি,