হাসান গজনবী জেলা প্রতিনিধি,বাগেরহাট
মোংলায় কোষ্টগার্ডে বিশেষ অভিযানে দূর্ধর্ষ জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো হান্নান সহ ৭ জলদস্যুকে আগ্নিঅস্ত্র ও দেশীয়অস্ত্র সহ আটক করা হয়েছে
কোষ্টগার্ডের গোয়েন্দা সুত্রমতে জানা যায় দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক একটি সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজী,অপহরণ, ভয়ভীতি সহ ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিচালনা করে আসছিলো গত ২৬ ফেব্রুয়ারী হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছিলো বলে কোষ্টগার্ডা কাছে তথ্য ছিলো
এর পরে কোষ্টগার্ড রামপালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় হান্নান বাহিনীর প্রধান মো হান্নান শেখ এবং তার ৫ জন সহযোগী কে আটক করা হয় পরে বাহিনী প্রধান হান্নান কে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী হাবিবুর রহমান কে ২টা একনলা বন্ধুক ৩টি রামদা সহ রামপাল থানা মুজিবনগরচল এলাকা থেকে আটক করা হয়। আটককৃত অন্যর হলেন হান্নান (৬৫),মো রেজাউল (৫৩),মো কামাল উদ্দিন (৫৪),সুব্রত মল্লিক ৪৭,আবু তালেব, হোসেন আলী (৫৫),হাবিবুর রহমান( ৫৫)
তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলা ভিন্ন ভিন্ন এলাকায়। জব্দকৃত অস্ত্র সহ আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণে জন্য সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয় বলে সাংবাদিকদের জানান, কোষ্ট গার্ডের পশ্চিম জোনে অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ।
আরিফ হাসান গজনবী ২৭/০২/২০২৪ ০১৬২৩৩৫৫৮৩৮