মোঃ ইলিয়াছ খান জেলা প্রতিনিধি ফরিদপুর।
ফরিদপুর জেলার সালথা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২৭শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাসুম বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালতা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মন। আর উপস্থিত ছিলেন সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান, সালথা প্রেস ক্লাবের চীনের সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দস্তরে কর্মরত ও বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।