বিশেষ প্রতিবেদন
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কৃষকের তরমুজভর্তি ট্রলার ছিনতাই করে তরমুজ লুটপাটের অভিযোগে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলামের বাবা এনায়েত হোসেন খান নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
অভিযোগ রয়েছে, সাইফুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তেঁতুলিয়া নদীর চর রায় সাহেব পয়েন্ট থেকে ১০০০ পিস তরমুজভর্তি একটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. মানিক ব্যাপারী (৪৫) বাদী হয়ে সাইফুল ইসলাম সহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাইফুল ইসলামকে, পাশাপাশি তার বাবা এনায়েত হোসেন খানকেও (৫৮) আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মানিক ব্যাপারী গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার ক্ষেত থেকে ৮৬০ পিস তরমুজ সংগ্রহ করে ট্রলারে উঠিয়ে বরিশালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দুপুর ১২টার দিকে এনায়েত হোসেন খানের ছেলে সাইফুল ইসলাম তার দলবল নিয়ে ট্রলারের চালক মো. আরিফকে (১৮) মারধর করেন এবং চর রায় সাহেব থেকে তরমুজভর্তি ট্রলারটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী ট্রলারসহ তরমুজ ফেরত চাইতে গেলে সাইফুল ও তার সহযোগীরা তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তরমুজগুলো অন্য একটি ট্রলারে তুলে নিয়ে যায়। পরে ৫ হাজার টাকার বিনিময়ে খালি ট্রলারটি ফেরত দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবদল নেতা জানান, সাইফুল ইসলাম ও তার বাবা এনায়েত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক অভিযোগ রয়েছে।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা প্রকৃত যে ঘটনা পেয়েছি ,সেই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ অনুযায়ী মামলা হয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি ।