শহিদুল ইসলাম শাহেদ, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।সমুদ্র সৈকত ভ্রমণ
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় এক মাদক কারবারির বাড়িতে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার মৃত মো. ইসমাইলের ছেলে মো. সোলেমান হোসেন (২৩) এবং একই এলাকার রশিদ আহমেদের ছেলে আব্দুল আমিন (১৯)।
টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার একটি বসতবাড়িতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল, নাইন ইউনিটের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং সাবরাং বিওপির একটি টহল দলসহ ওই বসতবাড়ি ও সংলগ্ন একটি দোকান ঘিরে রেখে দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।