মোঃ রাছেল বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধি,,,
২০০৯ সালের শহীদ কর্ণেল বি এম জাহিদ হোসেন চপল সহ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। আগৈলঝাড়া বাসি ফ্যাসিস্ট সরকারের আমলের সকল হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করে।
শহীদ কর্নেল বিএম জাহিদ হোসেন চপল পিএসসি ১৯৬১ সালের ১০ আগস্ট বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালের ১০ জুন পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি ৯, ১৯, ২৭ ও ৪০ ইস্ট বেঙ্গল; ১ ও ৯ বীর, এসআইঅ্যান্ডটি, ৬৬ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর লগ এরিয়ায় বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বিডিআরে সেক্টর কমান্ডার এবং ডিজিএফআইয়ে কর্নেল জিএস পদেও দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবেক্ষণ মিশন এবং লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর কমান্ডার (ময়মনসিংহ) পদে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী নিসরাত জাহিদ। তাঁদের দুই পুত্র বিএম আবরার শাহরিয়ার ও বিএম রুবাইয়াত শাহরিয়ার।