মোহাম্মদ নজরুল ইসলাম খোকন।
আলহামদুলিল্লাহ! সফলতার সহিত সম্পন্ন হল বার্ষিক-ক্রীড়া ও সাংস্কৃতি এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান।
যাদের উপস্থিতিতে সুরাজপুর পরিবার ধন্য হলাম।বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, এবং জনসাধারণ। যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব, ড.এনামুল হক সাহেব। অধ্যক্ষ, আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার। জনাব আ.ক.ম ইকবাল হোসেন সাহেব। সহকারি অধ্যক্ষ, শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার।
জনাব,এহেছানুল হক (বি.এস.সি) সিনিয়র শিক্ষক- আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা।
জনাব মোঃ ইউনুছ সুপার- আন-নূর ক্যাডেট মাদ্রাসার আরো উপস্থিত ছিলেন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ ও জনসাধারণ এবং তার মধ্যে ছিলেন। জনাব,মিনারুল ইসলাম,শিক্ষক - বড়হাতিয়া উচ্চ বিদ্যালয়, জনাব,সিকান্দর আলী শিক্ষক- দক্ষিণ সুরাজপুর সরকারি প্রা.বি।
জনাব,ফারুক শিক্ষক- ইয়াংছা সরকারি প্রা.বি। দেশ ও জাতি গড়ার কারিগর বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং
উপস্থাপনায় ছিলেন,মো: বোরহান উদ্দিন ও কপিল উদ্দিন।