মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার রাজশাহী মহানগরীরতে সমানয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ঘটনার বর্ননায় জানা যায়
রাজশাহী বারিন্দ্র মেডিকেলে চাঁদা*বাজি অভি*যোগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর রাজশাহী জেলা কমিটি পরিচয় দিয়ে ৪ জনকে হা*তেনাতে ধরে সকলের সামনে ক্ষমা চেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বারিন্দ মেডিকেলের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।
এর মধ্যে রয়েছে মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহবায়ক এম এ বারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মিসকাতুল মিশু।গত কয়েক দিন ধরে রাজশাহীতে ছিনতাই চাঁদাবাজি দিনকে দিন বেড়েই চলেছে।