মোঃ জামাল উদ্দিন স্টাফ রিপোর্টর
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আর নেই। তিনি মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ভোর ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির মহাসচিব আবুল কালাম আজাদ।
মঙ্গলবার এক শোকর্বাতায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আবুল কালাম আজাদ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, আব্দুল্লাহ আল নোমান একজন বরণ্যে রাজনীতিবিদ হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সেবার মনোভাব বজায় রেখে নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন। ব্যক্তিগত জীবনে দরদী মন নিয়ে হতদরিদ্র, প্রতিবেশী ও স্বজনদের পাশে ছিলেন প্রয়াত আব্দুলাহ আল নোমান।
মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রার্থনাও করেছেন জাগ্রত পার্টির মহাসচিব আবুল কালাম আজাদ।