নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি চট্রগ্রাম
ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া মুশকিল কোশা আশেকে রাসুল হযরত শাহ্ ছুফী সৈয়দ মোহাম্মদ আবেদ মনছুর শাহ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার নির্দেশিত প্রতি বছরের ন্যায় আল্লাহ্ রাসুলের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), পাকপাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামের ৪৩তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ১০ ফাল্গুন ২৩ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে গাউছিয়া আবেদ শাহ মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। হুজুরের একমাত্র শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরফাত উদ্দিন শাহ এর ব্যবস্থাপনায় ও জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাজার গোসল, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ওয়াজ মাহফিল, ছেমা মাহফিল। পরিশেষে মিলাদ, কিয়াম, জিকির ও আখেরি মোনাজাতের পর ওরশ শরীফে আগত সকলের মাঝে উন্মুক্তভাবে তবারোক বিতরণ করা হয়। মিলাদ কিয়াম জিকির ও আখেরি মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা মাছুম রেজা কাদেরী। ওরশ শরীফে বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আবু বকর, নুরুল হাকিম, মোহাম্মদ মুন্না, আমিনুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকেই।