1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

নেত্রকোণায় পরিকল্পিত হামলার প্রতিবাদে শিক্ষক -শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয়ে গরিব শিক্ষার্থী রাব্বি মিয়াকে শ্রেণিকক্ষ থেকে বহিরাগত সন্ত্রাসী ডেকে নিয়ে পরিকল্পিত হামলা ও গুরুতর রক্তাক্ত জখম করেন আবু হানিফ নামের এক ব্যক্তি।

এই পরিকল্পিত হামলার প্রতিবাদে ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে রাব্বি মিয়াকে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এদিকে, সরজমিন ঘুরে জানা যায়, ১৬/২/২০২৫ তারিখের ঘটনায় দিন সন্ত্রাসী হানিফ পরিকল্পিতভাবে দেশীয় হাতুড়ি নিয়ে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত গুরুতর আহত রোগটিকে সদর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অধীনে রাখার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বদলি করেন কর্মরত চিকিৎসক।

এই ঘটনায় একজনকে বিবাদী করে পূর্বধলা থানায় ঘটনার চারদিন পর ছাত্র-ছাত্রীদের চাপে পড়ে একটি অভিযোগ দায়ের করেন,অত্র ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একলাছ মিয়া।

এই ঘটনাকে কেন্দ্র করে মামলার বাদীকে ঘায়েল করার চেষ্টায় চালিয়েছে, ইউনিয়নের ধলা মাঝপাড়া গ্রামের আবু হানিফ গ্যংরা ।

মামলার বাদী প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানা যায়, সন্ত্রাসী আবু হানিফের ছোট ভাই লেখাপড়ায় অমনোযোগী থাকায় রাব্বি মিয়া তাকে শাসন করে।

এরই জের ধরে ১৬/২/২৫ তারিখ আনুমানিক বারোটার দিকে পরিকল্পিতভাবে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করেন‌। রাব্বি মিয়াকে হাতুড়ি দিয়ে মাথায় সজুরে আঘাত করলে,সেই আঘাত মুখের একপাশে পড়ে তার মুখের চোয়ালের দাঁতগুলো সরিয়ে ফেলেছে বলে দাবি শিক্ষক -শিক্ষিকা ছাত্র-ছাত্রী এলাকাবাসী ও চিকিৎসকের।

এদিকে আহত শিক্ষার্থীর পরিবার জানান,আমার ছেলে বাঁচার মতো অবস্থায় রাখলো না সন্ত্রাসী হানিফ, সন্ত্রাসী হানিফের আঘাতে আমার ছেলের জীবন আজ পুঙ্গতে পরিণত হয়েছে, দশ দিন যাবত মুখে কোন খাবার দেওয়া যাচ্ছে না, প্রতিদিন ওষুধের খরচ ১০ থেকে ১৫ হাজার টাকা লাগছে, এত টাকা চিকিৎসা খরচ আমরা কোথায় থেকে বহন করবো। এমন ঘটনা যেন আর কোন মায়ের সন্তানের সাথে না হয়,রাব্বির পরিবার সন্ত্রাসী হানিফকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এই ঘটনাকে ধামাচাপা দিতে এলাকার নেতাদের দিয়ে হুমকি ধামকি সহ নানা ধরনের পায়তারা করছে সন্ত্রাসী হানিফ ।

অপরদিকে শিক্ষার্থীরা জানান, সন্ত্রাসী হানিফকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে, উপজেলা সহ থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিবে বলে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা, এবং তদন্ত সাপেক্ষে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে সত্যতা অনুযায়ী মামলা করা হয়েছে, আসামিকে ধরার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট