লক্ষ্মীপুর, রামগঞ্জ, মোঃনূর নবী (সোহেল)
রামগঞ্জ উপজেলা কাঞ্চনপুর ইয়নিয়নের শেফালী পাড়া সরকারী প্রাথমিক উত্তরে রাস্তার বেহাল আবস্থা, দুই বছর যাবৎ রোর্ড খনন করে কাজ ফেলে রাখা হয়েছে যাতায়াতের বিষম চলা ফেরা অনুপযোগী হয়ে পয়েছে। তাই বর্ষা কালে রোডে যাতায়াত ভীষণ ভোগান্তি। এ ব্যাপারে কন্টেকটারকে অনেকবার ফোন দেওয়া হয়েছে। কন্টাকটার রোডের কাজ করতেছে না। ফোন দিলে বলে এক সপ্তাহ পরে ধরবো কিন্তু কাজ ধরতেছে না।এ রাস্তায় হাজার হাজার লোকের চলাফেরা। তাই উপজেলা মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কন্টাকটার কে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হোক। এটা জনগণের দাবি তাকে যেন আইনের আওতায় আনা হোক।