সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মহান বীর বিপ্লবী কিংবদন্তী মাস্টারদা সূর্য সেন সহ বিভিন্ন পর্যায়ের অগুনিত জ্ঞানী গুণীর জন্মধন্য বীর প্রসবিনী চট্টলার বিপ্লবতীর্থ ঐতিহ্যবাহী রাউজান উপজেলার কলমীবন্ধুদের অন্যতম অনিন্দ্য সুন্দর সংগঠন রাউজান প্রেস ক্লাব। নিয়ত মানুষের কল্যাণে নিবেদিত মাঠমর্যায়ের চৌকস সাংবাদিকদের প্রাণের সংগঠন রাউজান প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা’২৫ গত ২৩ ফেব্রুয়ারী রবিবার বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত চলমান উক্ত মিলন মেলায় আনুষ্ঠানিকতার মধ্যে ছিলো সংগঠনের সাংগঠনিক লগু সম্বলিত গেঞ্জি বিতরণ,জলযোগ,রূপের রাণীখ্যাত প্রাকৃতিক নিসর্গ রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন,মধ্যাহ্নভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠান,রেইফেল ড্র,সাংবাদিকতা ও ভ্রমণের গুরুত্ব শীর্ষক আলোচনা,পুরস্কার বিতরণ,
মোনাজাত,হরেক রকম আড্ডা সহ নানা আয়োজন।আলোচনা কালে বক্তারা বলেন-
রাউজান প্রেস ক্লাবের বনভোজন ও প্রীতি সমাবেশ শুধু একটি আনন্দ আয়োজন নয়, বরং আমাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার,নতুন ভাবনা বিনিময়ের এবং আমাদের দায়িত্ব সম্পর্কে নতুনভাবে অনুপ্রাণিত হওয়ার সুযোগ। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, একটি নৈতিক অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজের দৃষ্টি খুলে দেওয়ার কাজ আমরা করি। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের পথ চলতে হয়, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের সম্পর্ক আরও দৃঢ় করে এবং কাজের প্রতি নতুন উদ্যম সৃষ্টি করে। সেইলক্ষে রাউজান প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের
রূপের রানীখ্যাত রাঙ্গামাটিতে বনভোজন ও মিলনমেলা। মিলনমেলা,প্রীতি সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম।
রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার,সহ-সম্পাদক রবিউল হোসেন রবি,সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন,দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার-প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া,
শিক্ষা- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী সুপণ বিশ্বাস, সদস্য এ.এম মামুনুর রশিদ,সদস্য কাজী সরোয়ার খান মঞ্জু। আরো উপস্থিত ছিল সাংবাদিক পুত্র মো. জাওয়াত সাহির সায়ান,বায়েজিদ আইহান,কাজী আলভী, মো.মুনতাসির,সুমাইয়া মঞ্জু সহ আরো অনেকেই।
রাউজান প্রেস ক্লাবের এবারকার ভ্রমণ সত্যিকার অর্থে একটি শিক্ষনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন
ভ্রমণকালে পরিচিত হওয়া দূর-দূরান্ত হতে ভ্রমণে আসা বিভিন্ন শ্রেণি পেশার ভ্রমণপ্রিয় মানুষরা।