নিকশন চাকমা রাঙ্গামাটি প্রতিনিধি
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত জনসভায় অনুষ্ঠিত হয়।
এসময় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল সরকারের উদ্দেশে বলেনে, নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না।কোটি কোটি তরুণ ভোটার এখনো ভোট দিতে পারে নাই। আপনাদের কর্মকান্ড দেখে মনে হয় জঙ্গি-ভূত আপনাদের ওপর ভর করেছে। রগ কাটারা আপনাদের ওপর ভর করেছে। সুতরাং ভোট নিয়ে কোনো টালবাহানা এই দেশের জনগণ সহ্য করবে না। অতি দ্রুত নির্বাচন দিন, তাহলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
দীর্ঘ ১৯ বছর পর রাঙামাটিতে সোমবার বিকালে শহীদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।