মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে দুর্নীতিবাজ মাদ্রাসার অফিস সহকারি আব্দুল মোমিনের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার আলাদীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা অফিস সহকারি আব্দুল মোমিন দীর্ঘদিন যাবত উক্ত মাদ্রাসার অধ্যক্ষের অজান্তে শিক্ষার্থীদের সার্টিফিকেটে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে নিয়ম বর্হিভূত অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সঙ্গে অসৎ আচরণ, শিক্ষার্থীদের শ্লীতহানী, অশীলতাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে গতকাল রবিবার বেলা ২ ঘটিকা হতে ৩ ঘটিকা পর্যন্ত আমতলী টু জয়পুর হাট সড়কের আলাদীপুর মাদ্রাসা সম্মুখে শিক্ষার্থীরা অফিস সহকারির অপসারণের দাবীতে রাস্তায় শুয়ে বেরিকেট সৃষ্টি করে। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ উঠিয়ে নেয়। এব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর রহমান বলেন, ইতিপূর্বেও উক্ত অফিস সহকারি বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছে। বার বার সতর্ক করার শর্তেও সে এধরনের অপকর্মের চালিয়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অত্র মাদ্রাসার অফিস সহকারির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে অত্র মাদ্রাসার অভিভাবক আলাদীপুর গ্রামের বজলুর রশিদ, ইউসুফ আলী, রেজাউল করিম, গোলজার রহমান শফিকুল ইসলাম বলেন, উক্ত অফিস সহকারি দুর্নীতিবাজ, চরিত্রহীন প্রকৃতির স্বভাব হওয়ায় তার বিরুদ্ধে একাধিক বার মাদ্রাসা অধ্যক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে অত্র মাদ্রাসার দাখিল শিক্ষার্থী সাগর মিয়া, শামীম হোসেন, আবু জর গেফারী, সিফাত বলেন, অফিস সহকারি আওয়ামী দোসর আমাদের নিকট থেকে বিভিন্ন কৌশলে জন্ম নিবন্ধন সংশোধনের নামে কারো কাছ থেকে ৫ শত, কারো কাছ থেকে ২ হাজার এবং ৩ হাজার টাকা পর্যন্ত তিনি নিয়েছেন।