সুমন্ত তংচংগ্যা,আলীকদম (বান্দরবান) :
আজ ২২শে ফেব্রুয়ারী রোজ শনিবার আলীকদম উপজেলা নয়াপাড়া ইউনিয়নে রুপমুহুরী রিসোর্ট হল রুম সভাকক্ষে আলীকদম পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: অত্র সমিতির চেয়ারম্যান জনাব আবুমং মার্মা সভাপতিত্বে ও আলীকদম পাহাড়িকা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: উপজেলা ম্যানেজার অংগ্য মার্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম কুমার দে,ডিরেক্টর জ অঞ্চল কালব বাংলাদেশ লি:।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সমীরণ কান্তি দাশ, ব্যবস্থাপক কালব বান্দরবান পার্বত্য জেলা । উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব আব্রাহাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক পাহাড়িকা কো-অপারেটিভ ইউনিয়ন লি: । প্রধান অতিথি জনাব উত্তম কুমার দে বলেন বাংলাদেশে এমন অনেক ব্যাংক রয়েছে আপনারা টাকা জমা রাখেন আমাদের মত স্বচ হিসাব আর কেউ দিবে না,আমরা প্রতিবছর প্রতিবেদন আর সভার মাধ্যমে সমিতিতে আপনাদের জমানো টাকা মোট আয় ব্যয় হিসাব দেওয়া হয় ! আপনাদের আবেদন অনুরোধে ২০১৪সাল থেকে আমাদের পথ চলা । আপনারা আমাদের সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার সঞ্চয় বাড়ান,যাতে করে আমরা সামনে এগিয়ে যেতে পারি । আপনারা আমাদের উপর বিশ্বাস আস্থা রাখতে পারেন ।
পরিশেষে অত্র সমিতির চেয়ারম্যান জনাব আবুমং মার্মা বলেন, সর্ব প্রথম ধন্যবাদ জানায় কারিতাস কে,কেননা তাদের এই উদ্যোগের কারণে আমরা কিছুটা হলেও সাবলম্বী হতে পারছি । যদি তারা এই উদ্যোগ না নিতো আমরা কখনও টাকা জমা রাখতে পারতাম না,কারণ আমরা পাহাড়িরা বেশি আয় করেও সঠিক সিদ্ধান্তের কারণে টাকা জমা রাখতে পারি না। অযথা টাকা খরচ করে ফেলি। তিনি সকল সদস্যকে বেশি করে শেয়ার সঞ্চয় বাড়ানোর কথা বলেন । উক্ত অনুষ্ঠানে ২৩-২৪ অর্থ বছরে আয় ব্যয়, মূলধন হিসাব বাজেট পেশ করা হয় এবং আগামী ২৫-২৬ ইং সালের প্রাক বাজেট ঘোষণা করা হয় ।