মোঃ রিফাত ইসলাম মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত হযরত হাজী শরীয়াতুল্লাহ রহ.এর স্মৃতি বিজোড়িত আস্তানায় (বুধবার ১৯-ফেব্রুয়ারি) থেকে ৩ দিন ব্যাপি বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিল শুরু হয়েছে।
৩ দিনব্যাপি মাহফিল। শুক্রবার জুমার নামাজের শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মঙ্গলবার রাত থেকেই লাখো মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন বাহাদুর ময়দানে।
বুধবার বাহাদুরপুরের বর্তমান পীরসাহেব হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান দেশ ও জাতির কল্যান কামনা করে প্রাথমিক বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাহফিলের কার্যক্রম শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম মূল্যবান ওয়াজ নসিহত পেশ করেন। প্রথম দিনের দদদদদবয়ানে বক্তারা পরকালে মুক্তির জন্য শিরক্ মুক্ত ঈমান-আমলের জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় হাজী শরীয়াতুল্লাহ রহ. এর ৭ম পুরুষ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহা-সচিব ও বর্তমান পির হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, মুফতি হানজালা সহ বহু উলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকার সময় বাহাদুরপুর ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তিনি মুসুল্লিদের উদ্দেশ্য একটি কথা বলেন ফরাজি আন্দোলন নতুন দল হিসেবে রাজনৈতিক ভাবে নিবন্ধন পাবে এবং ফরাজি আন্দোলন মুসলিমদের হাতকে শক্তিশালী করতে সাহায্য সহযোগিতা করবে,, ইসলাম ধর্ম শান্তির ধর্ম।।