মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি
মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সালথা থানার বিএনপি নেতৃবৃন্দ।
২১শে ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মী বন্দের ঢল নামে উপজেলা পরিষদ চত্বরে। সালথা উপজেলা বিএনপি’র সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান সকলের জনপ্রিয় মুখ মোঃ আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যমুনা সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমান, বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, যুবদল নেতা হাসান বিশ্বাস, ছাত্রদলের নেতা মাহফুজ খান, যুবদল নেতা বালাম বিশ্বাস, শফিকুল ইসলাম ছাত্রদল নেতা সাইফুল আলম রাজসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।