নিজস্ব প্রতিবেদক, রাউজান চট্রগ্রাম
বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবি পলাশ ধর নিজস্ব অর্থায়নে রাউজান উপজেলার পশ্চিম গুজরাস্থ শশী মহাজনের বাড়িস্থ স্বামী হারা দুই সন্তানের জননী বসতভিটা হারা বাপ্পি ধরের হাতে ঘর নির্মানের জন্য প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ঢেউটিন ও গৃহ নির্মাণের সরঞ্জামাদি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ ধরের ভাতিজি বৈশাখী ধর তিথি,সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী,অমিত পারিয়াল,তন্ময় পাড়িয়াল,নয়ন ধর,মিথুন ধর,অপূর্ব ধর ও রোম ধর সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
পলাশ ধর বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবন জীবনের জন্য এই স্লোগানকে লালন ও ধারন করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন সকল মানবাধিকার, সামাজিক ও মানবিক সংগঠনগুলো যদি সমাজের গরীব,অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ান তাহলে এই মানুষদের অনেক দুঃখ কষ্ট লাঘব হবে।