1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষিকা কে অপসারণের দাবিতে, টানা ২৫তম দিনের কর্মসূচিতে শিক্ষার্থীরা চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সভা অুনষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা প্রশাসন সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল আযহা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিজয়নগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছাড়িয়ে নিলো তার অনুসারীরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাএদল নেতা সাংবাদিকতার পরিচয়ে ইয়াবা পাচার : ৭ হাজার ইয়াবাসহ রামুর তিন যুবক আটক রাতে ডাকাতি দিনে রাজনীতি এরকম-ই একজন মুখোশধারী লোক কবির হাওলাদার অবশেষে পুলিশের খাঁচায় কবিতা ছোট বোন হারিয়ে কাঁদছেন দৈনিক ক্রাইম তালাশের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মাহমুদুল কবির নয়ন

আগে সংস্কার, পরে নির্বাচন: তানিয়া রব। 

মোঃ জামাল উদ্দিন:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ জামাল উদ্দিন:

আগে সংস্কার, পরে নির্বাচন’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কমলনগরের হাজিরহাট বাজারের পালকি কমিউনিটি সেন্টারে জেএসডির যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

আগামী ০২ মার্চ পতাকা দিবসের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

প্রধান. অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, এখনও রাষ্ট্র নিয়ে নানান রকমের দুশ্চিন্তা যাচ্ছে।

আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দুর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয়, তাহলে আমার-আপনার কারও ভোটের কোনো দামই থাকবে না।

আমাদের পছন্দের প্রার্থীও নির্বাচন করতে পারব না। সংস্কারের বিষয়টি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় রয়েছে, জনগণকেও সংস্কারের দাবি তুলতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে যে খেলা চলছে, সেখানে কিন্তু আরও ষড়যন্ত্র হচ্ছে।

সেই ষড়যন্ত্রের বেড়াজালে রাষ্ট্রটি পথ হারাবার জায়গা রয়েছে।

এজন্য প্রত্যেককে সজাগ হতে হবে। আগে সংস্কার তারপরে নির্বাচন।

বক্তব্যের শুরুতে জেএসডি সিনিয়র সহ-সভাপতি বলেন, আ স ম আব্দুর রব একক দল থেকে এ রামগতি-কমলনগরে তিনবার এমপি হয়েছেন।

আমাদের দল রয়েছে। আগে দলকে জাগিয়ে তুলতে হবে, জোট-ভোট পরে চিন্তা করি।

জেএসডি কমলনগর উপজেলা সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি. ছিলেন জেএসডি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন রোমান, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী মিঠু, কমলনগর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রামগতি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগর উপজেলা কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, জেএসডি নেতা আলতাব হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম মেম্বার, শ্রমিক জোটের উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদ, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুবনেতা এমএএইচ রিয়াজ, রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, জেএসসি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট