1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

আলু সংরক্ষণের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন।

মোঃ আশরাফুল ইসলাম বগুড়া :
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম বগুড়া :

চলতি মৌসুমে আলু সংরক্ষণের হিমাগারে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া হিমাগার কতৃপক্ষ ৫ টাকা কেজি থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারন করেছেন। বিষয়টি নিয়ে কৃষক ও আলু ব্যবসাহিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে আলু উৎপাদনকারী কৃষকেরা চড়া দামে বীজ ক্রয় করে আলু উৎপাদন করে। কিন্তু বাজার মূল্য কম হওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মক্ষিন হয়েছে, এর মধ্যে হিমাগার কতৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করায় বগুড়ার আলু উৎপাদনকারী কৃষকেরা বিপাকে পড়েছে। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাগরবন্ধর কালিপাড়া হিমাগারের সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন। তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌতিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, জিল্লুরাইন জিল্লুর, ইয়াকুব আলী, মোকাররম হোসেন মন্টু, হাফিজার রহমান, সাগর ফকির, গোলাম রব্বানী, মুকুল হোসেন, জালাল হোসেন, সেলিম মিয়া, আব্দুল করিম, মোজাফ্ফর হোসেন, আলম মিয়া, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, গোলাম রব্বানী, মিন্টু মিয়া, শামিম হোসেন, শরিফুল ইসলাম। এব্যাপারে হিমাদ্রী লি: ম্যানেজার আব্দুল কুদ্দুসকে ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা ষ্টোর মালিক কর্তৃপক্ষের ব্যাপার। তারা যে নির্দেশনা দিবে আমরা সে ভাবেই পরিচালনা করবো। গোপনে বুকিং কার্ড দেওয়া হচ্ছে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধু মাত্র বীজ আলু সংরক্ষণের জন্য কিছু কৃষকদের কার্ড দেওয়া হয়েছে। তবে এখন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মানববন্ধন শেষে কৃষক ও আলু ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান বলেন, ষ্টোরের ভাড়া বৃদ্ধির ঘটনায় কৃষক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারক লিপি পেয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট