মোঃ ইলিয়াছ খান জেলা প্রতিনিধি ফরিদপুর।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান একজন মানবিক অফিসার ইনচার্জ, সালথা থানার সাধারণ মানুষের মাঝে তিনি একজন সত্য ও ন্যায়েয় পক্ষে কাজ করেন বলে এলাকাবাসী জানেন সালথা থানা বাসি আরো বলেন, আমাদের থানার এই ওসি আসার পর থেকে ছেলেমেয়েরা অনেক ভালোভাবে এখন চলাফেরা করতে পারতেছে না এমনকি এলাকার কোন প্রকার ঝামেলা হচ্ছে না, এলাকাবাসী আরো বলেন এমনই একজন মানবিক যোগ্য পুলিশ অফিসার আমরা ইতিপূর্বে কখনো দেখিনি আশা করি তিনি তার এই ভালো কাজগুলি যতদিন তিনি সালথাই থাকবেন, ঠিক যেভাবে শত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং অসহায় মানুষের বিনা খরচে সেবা করে যাচ্ছেন এটা যেন সামনে সে অব্যাহত রাখেন এবং সাধারণ মানুষের কষ্টকে ভুলিয়ে দিয়ে ভালোর পথে আহ্বান করেন। একজন ভুক্তভোগী নাম না বলা শর্তে বলেন আমি একটা বিষয় বড় ধরনের ঝামেলায় পড়েছিলাম আমাদের সালথা থানার ওসি মোঃ আতাউর রহমান আমাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে উপকৃত করেছেন তাই আমি যত বেঁচে থাকবো তার জন্য দোয়া করে যাব সে যেন ভাল থাকে এবং সুস্থ থাকে সর্বশেষ তিনি আরো বলেন সত্যিকারে একজন মানবিক অফিসার ইনচার্জ আমরা খুঁজে পেয়েছি সালথা আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কামনা করি।