মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবেগঞ্জের অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে নির্বাহী হাকিম ও শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. মিলু হোসেন (৪১) উপজেলা অর্জুনপুর গ্রামের ঠান্ডা মিয়া ছেলে । দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মিলু হোসেন ড্রেজার মেশিন দিয়ে উপজেলার অর্জুনপুর ব্রীজ সংলগ্ন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে মিলু হোসেনকে এ দণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে মিলু হোসেনকে এ দণ্ড দেওয়া হয়।