মাহফুজুর রহমান সাইমন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উদ্যেগে কুয়েটের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল করেছে শেরপুর বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের শিক্ষার্থীরা ১৮/২/২৫/ রোজ মঙ্গলবার রাতে
থানার মোড় থেকে মিছিল নিয়ে শেরপুর সরকারি কলেজের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক: মামুনুর রহমান মামুন
সদস্য সচিব: শাহনুর রহমান সাইম,যুগ্ম আহবায়ক: আশরাফুল আলম, জসিম, সোহান মুখপাত্র: ফারহান ফুয়াদ তুহিন মূখ সংগঠক: মোরশেদ জিতু যুগ্ন সদস্য সচিব: মনিবুল জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি: লিখন, রাশেদ, আপন, দূর্জয় মামুন, তানহা প্রমুখ