শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পূর্নবহালের দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা ছয়আনি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি ওমর ফারুখ, আব্দুর ওয়ারেছ, মাস্টার হাবিবুর রহমান,মাওলানা আনিছুর রহমান, মাস্টার আশরাফুজ্জামান সাতক্ষীরা জেলা জামায়াতের ও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা অবিলম্বে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পূর্নবহালের দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।