1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
চিরিরবন্দর, রানীর বন্দরে ড্রাম ট্রাক মোটরসাইকেলে সড়ক দু,র্ঘট,না, নি,হ,ত ১ ,আ,হ,ত ১। মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী আয়োজনে যিকির ও নাত মাহফিল হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় সাত জন গ্রে,ফ,তার। জাতিসংঘের মানবাধিকার অফিস দেশের জন্য অশনি সংকেত: সমকামী অপতৎপরতা রোধে সরকারকে কঠোর হতে হবে: – অপরিকল্পিত (অবৈধ) বিদ্যুৎ সংযোগ কেড়ে নিল বাবুল মিয়ার প্রাণ রাতের আধারে গায়েব হয়ে যাচ্ছে গাজীপুর রাজবাড়ী মাঠের মুল্যবান গ্রিল দুই পক্ষের পাল্টাপাল্টি অ,ভি,যো,গ সেলাঙ্গরে অভিযানে ৯৪ অবৈধ বিদেশি আটক অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বাণিজ্যের দ্বায় স্বীকার সেলাঙ্গরে অভিযানে ৯৪ অবৈধ বিদেশি আটক

সাংবাদিকদের হেনস্থাঃ রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ ও তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত দায়িত্ব পালনকালে বিজয় টিভি, দৈনিক পূর্বদেশ, দৈনিক যুগান্তর পত্রিকার রাউজান প্রতিনিধি এবং রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরীসহ সম্প্রতি কয়েক সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

এদিকে সাম্প্রতিক সময়ে কয়েক সাংবাদিক লাঞ্চিতের ঘটনা এবং কর্মরত সাংবাদিকদের নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এইসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।

গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন ‘বতর্মান অন্তবর্তি সরকার সাংবাদিকদের উপর আন্তরিক, সে জায়গায় এই ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

বিবৃতিদাতারা বলেন ‘সাংবাদিকরা যেকোন সংবাদে কখনো নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ নেই। অতীতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতেও কখনো নিজস্ব মতামত ছিলনা। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন অতীত এবং বর্তমানে যে কেউ যখনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে এসেছেন সংবাদকর্মীরা শত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সংবাদ সংগ্রহ করে এসেছেন এবং করছেন। সেটাই হলো সাংবাদিকদের অর্পিত দায়িত্ব। এতে সকলের সহযোগিতা থাকা আবশ্যক। এতে কোন মহল যদি না জেনে, না বুঝে সাংবাদিকদের উপর আক্রোশ পোষণ করে তা হবে বোকামি। বিবৃতি দাতারা ভবিষ্যতে সবাইকে এ ধরণের আচরণ থেকে বিরত থেকে দায়িত্বশীল হওয়ার আহবান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি। ভবিষ্যতে এরকম কোন ঘটনার চেষ্টা করা হলে, রাউজান তথা দেশের সংবাদকর্মীদের সহযোগিতা নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিদাতারা হলেন, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, কর্মকর্তা কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দিন, দপ্তর সম্পাদক এ.কে বাবর, সহ-দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য এ.এম মামুনুর রশিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট