মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার :
রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় তানোর উপজেলা অডিটর রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন(আমির) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা সভাপতি জুয়েল উদ্দিন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড. ওবায়দুল্লাহ যুব সমাজের নৈতিক ও আদর্শিক গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশ ও ইসলামের স্বার্থে যুব সমাজকে আদর্শিক ভিত্তির ওপর গড়ে তুলতে হবে। ন্যায়, সত্য ও ইনসাফের পথে অবিচল থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর হোসেন যুব সমাজের করণীয় ও জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের নীতি-আদর্শ, দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। সমাবেশে তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।