মাহফুজুর রহমান সাইমন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪ টায় সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারে সার্বিক তত্ত্বাবধানে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজার পথসভায় বক্তব্য রাখেন সাবেক সাবেক ভি,পি ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ ফরিদুজ্জামান ফরিদ , সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম,সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল আল শাফি লিপন,উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।এসময় বক্তারা আগামি ১৮ ফেব্রুআরি মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবি তোলের সেই সাথে বক্তারা আরো বলেন বিএপির একটি সাংগঠনিক কাঠামো অনুয়ায়ি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলপ্তি করে নতুন ভাবে আবার কর্মী সম্মেলন করে ওয়ার্ড কমিটির করতে হবে। ওয়ার্ড কমিটির করে তারপর ইউনিয়ন কমিটি করে তার পরে সম্মেলন করতে হবে।