ধ্রুব নক্ষত্র ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:
গত ১৩ই ফেব্রুয়ারী২০২৫ইংরেজী ৩০শে মাঘ ১৪৩১বাংলা রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ের পূর্ব হাইদচকিয়া গ্রামের ইসলাম চৌকিদার বাড়ীর
শাহসুফি হযরত মাওলানা মুনছুর শাহ(রাঃ)এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে মিলাদ ও আজিমুশশান ওয়াজ মাহফিল শাহসুফি হযরত মাওলানা মুনছুর শাহ (রহঃ) ওরশ পরিচালনা কমিটি আয়োজনে ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঈন উদ্দীন এর সভাপতিত্বে আওলাদে হাদী বিশিষ্ট লেখক, গবেষক ও সুন্নী জনতার নয়নমণি,লেলাং হাদী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মাওলানা শহিদুল আলম আল-হাদী(মঃজিঃআঃ)র উদ্বোধনের মধ্যে দিয়ে মোঃ সাজ্জাদ হোসেন শাওনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়েছে,উক্ত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন,অনলবর্ষী বক্তা কানযুল ঈমান ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক চট্টগ্রাম ফয়’স লেক মসজিদে বায়তুল কুদস দারুল হুদা দরবার শরীফের খতিব মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ নঈমী,বিশেষ বক্তা হিসেবে তকরীর করেন উদীয়মান তরুণ বক্তা পাইন্দং হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী(রহ)দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ শফিউল আলম আলকাদেরী, এতে তকরীর পেশ করেন হযরত শাহসুফি মাওলানা মুনছুর শাহ (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ফোরকান উদ্দীন, বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে কর্মসূচি মধ্যে ছিল বাদে যোহর পবিত্র খতমে কুরআন মজিদ, বাদে আছর খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল ও তাবাররুক বিতরণ, এতে উপস্থিত ছিলেন অসংখ্য আশেকে রাসুল(দঃ),আশেকানে আওলিয়া,সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উক্ত ওরশ শরীফকে ঘিরে মাজার সংলগ্ন উত্তর পাশের মাঠে বসেছে নাগরদোলা সহ গ্রামীণ লোকজ মেলা,